image
image

New Year, New Mission!

Gift Mind Training

Date : 02/01/2025

Enroll Now

New Year, New Mission.

মক্কার ক্লক টাওয়ারে প্রতি বছর ২০ মিলিয়ন ভিজিটর অবস্থান করেন। কা'বা ঘর থেকে বের হয়ে মাত্র ৩০০ মিটারের মধ্যে এই টাওয়ারের অবস্থান। সেই ক্লক টাওয়ারের CEO Dr. Saleh Al Habib সপরিবারে বাংলাদেশে আসছেন সাবিত ইন্টারন্যাশনাল এর আমন্ত্রণে আলহামদুলিল্লাহ। 


এবং জানুয়ারী মাসের দুই তারিখে সাবিত ইন্টারন্যাশনালের বিজনেস মাইন্ড ট্রেইনিংয়ে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ।


আমাদের দেশে ৩.৮ মিলিয়ন রেজিস্টার্ড ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তন্মধ্যে মাত্র ১ হাজার ব্যবসায়ীকে ২০২৫ সনের জানুয়ারি মাসের দুই তারিখ, সকাল ১০:০০টা থেকে দুপুর একটা পর্যন্ত একটি পাওয়ারফুল বিজনেস মাইন্ড ট্রেনিং উপহার দেওয়ার সুযোগ এবং ব্যবস্থা করতে পেরেছে সাবিত ইন্টারন্যাশনাল আলহামদুলিল্লাহ। 


এই ট্রেনিংয়ে আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন আকিজ সাহেব সহ দেশের স্বনামধন্য ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। 


ট্রেনিং এর ঠিকানা: KIB Complex, Khamar Bari Rd, Dhaka 1215


যোগাযোগ: 01925-235393

Give Comment

No Comment Yet

...

1 Reviews

S M Sultan Mahmud
Wed, 18 Dec 2024
Great Initiative for all.
Give Your Review
More Mind Trainings