Productive Life
ইউরিন ইনফেকশন বা মূত্রনালীর সংক্রমণ; নিশ্চয় শুনেছেন। তবে শিশুদের ইউরিন ইনফেকশন সম্পর্কে জানেন কি? আসুন জেনে নেয়া যাক। আমাদের শরীরের যে অঙ্গটি মুত্র তৈরী করে তার নাম কিডনি। এই কিডনি থেকে মূত্রনালী হয়ে মূত্রথলি এবং এর বাইরে মুত্র বের হয়ে আসার পথে যে কোনো অংশে যদি জীবাণুর সংক্রমণ হয় তখন তাকে ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশন বলে| এটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রচলিত সমস্যা। আসুন গুরুত্বপূর্ণ বলার কারণ গুলো জেনে নেই;- গবেষণায় দেখা গেছে কমপক্ষে ৩ শতাংশ মেয়ে শিশু এবং এক শতাংশ ছেলে শিশুর ইউরিন ইনফেকশন এর ঝুকি রয়েছে| এদের সবারই কিন্তু লক্ষণ প্রকাশ পায় না। যাদের লক্ষণ প্রকাশ পায় তাদের মধ্যে ৫০ শতাংশ বা অর্ধেক রোগী এবং যাদের লক্ষণ প্রকাশ পায় না তাদের ৮০ শতাংশ রোগীর পুনরায় সংক্রমণের সম্ভাবনা রয়েছে। ছোট্ট শিশু যেমন- ১ বছরের কম বয়সীদের জন্যে এটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। কেননা এর ফলে আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ অর্থাৎ কিডনি ভীষণ ভাবে ক্ষতির মুখে পড়ে। যাকে আমরা রিনাল (কিডনি) ড্যামেজ বা রিনাল স্কারিং বলে থাকি। অনেক শিশুদের ক্ষেত্রে দেখা যায় যাদের ইউরিন ইনফেকশন রয়েছে তাদের বিপরীতমুখী মূত্র প্রবাহের কারণে ইতোমধ্যে কিডনির অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। যাদের লক্ষণ প্রকাশ পায় না তাদের প্রস্রাবেও কিন্তু ব্যাকটেরিয়ার উপস্থিতি থাকে। কিন্তু লক্ষণ প্রকাশের আগে তাদের মধ্যে ৬% রোগীর জটিল কিডনী সমস্যা বা রিনাল স্কারিং হয়ে যায়। কিডনি রোগের সর্বশেষে অবস্থাকে আমরা বলি End Stage Renal Disease, যা ইউরিন ইনফেকশন বা রিইনফেকশন এর কারণে হতে পারে। যেহেতু End Stage Renal Disease একটি প্রতিরোধ যোগ্য সমস্যা সুতরাং ইউরিন ইনফেকশন এর লক্ষণ গুলো প্রাথমিক অবস্থায় সনাক্তকরণ অত্যন্ত জরুরি।
Dr. Sharmin Binte Seraz
This article will help you grow with You...
Organised By Sabit Rayhan
সাফল্যের স্বর্ণদুয়ারে পৌঁছানোর জন্য প্র...
Farzana Yeasmin
যখন আমরা কোন নেগেটিভ ওয়ার্ডের জায়গায়...
প্রতিদিন শিশুর মনের যত্ন নিন আমাদের রো...
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে মানসিক স্...
From460.00 BDT
From599.00 BDT
6,100 BDT
Date : 18/04/2025