image
Image

Share Article:

Productive Life

শিশুর মনের যত্ন


প্রতিদিন
শিশুর মনের যত্ন নিন 

আমাদের রোজকার জীবনের যে কিছু মৌলিক চাহিদা আছে আমরা সবাই তা জানি। যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের চাহিদা গুলো কী ঠিক একই রকম ছিল? নিশ্চয়ই না। তার মানে হলো শিশুদের চাহিদা গুলো ভিন্ন রকম হয় এবং তা জানা প্রয়োজন। শিশুদের অব্যক্ত চাওয়াগুলোর মাঝে সবচেয়ে গুরুতর চাহিদা হলো - নিরাপত্তা, ভালোবাসা ও যত্ন।
ভাবছেন শিশুরা এসব বুঝবে কিনা?
জি, শিশু অবশ্যই খুবই কম রয়স থেকে এসব বুঝতে শিখে, ঠিক যখন আপনি তাকে আলিঙ্গন করেন, যখন তার গালে গাল রেখে আদর করেন তখন থেকেই সে বুঝতে শিখে যায় এবং এই বুঝ আরও গভীরতর হয় যখন সি একটু একটু করে বড় হতে থাকে। বয়স বাড়ার সাথে সাথে তার নতুন নতুন চাওয়া গুলো যোগ হতে থাকে।
শিশু মানেই তো ছোট্ট একটা মানুষ; কত কী ই বা চাইবে বলুন তো?
এক্ষেত্রে আমাদের বড়দেরকেই সেই চাহিদা পূরণের স্বদিচ্ছা থাকতে হবে। 
শিশুদের মূল  চাহিদা যেগুলো তার মনের খোরাক জোগায়-
১. নিরাপত্তা ও বিশস্ততা
২. যত্ন ও ভালবাসা
৩. পুষ্টি
৪. অনুপ্রেরণা
৫. সমবয়সী বা সমমনা মানুষের সম্পৃক্ততা
৬. ভাব প্রকাশের জায়গা
৭. সম্মান এবং গুরুত্ব
এই চাহিদাগুলোকে ফলপ্রসূ ভাবে পূরণ করার জন্য আপনাকে কিছু প্রাসঙ্গিক প্রক্রিয়া অর্ন্তভুক্ত করতে হবে। আর তা হলো-
১. কোয়ালিটি টাইম - যে বিষয়ে বলে বলে আমরা রীতিমত হয়রান হয়ে যাচ্ছি।
২. শিক্ষা - যা মূলত মনন বিকাশেএকটি সহায়ক ভূমিকা রাখে। কিন্তু আমাদের বহমান সমাজ একপ্রকার প্রাথমিক চাহিদা হিসেবে চাপিয়ে দিচ্ছে ছোট্টমনিদের মাথায়।
৩. খেলাধুলা- যা হতে পরে শারীরবৃত্তীয় বা মেধাদীপ্ত।
৪. সুস্বাস্থ্য

এসব কিছুই একজন শিশুর দাবি তার অভিভাবক এর প্রতি। যেই শিশু এই সব গুলো চাহিদার সমবণ্টন নিয়মিত পাবে সেই একজন সুখি, স্বাস্থ্যবান ও সফল মানুষ হিসেবে বেড়ে উঠবে।

Dr. Sharmin Binte Seraz

Thu, 09 Jan 2025
More Blogs
Our Books
Upcomig Mind Trainings