image
Image

Share Article:

Productive Life

বাচ্চাদের ইউরিন ইনফেকশন বা মূত্রনালীর সংক্রমণ

ইউরিন ইনফেকশন বা মূত্রনালীর সংক্রমণ; নিশ্চয় শুনেছেন। তবে শিশুদের ইউরিন ইনফেকশন সম্পর্কে জানেন কি? আসুন জেনে নেয়া যাক। আমাদের শরীরের যে অঙ্গটি মুত্র তৈরী করে তার নাম কিডনি। এই কিডনি থেকে মূত্রনালী হয়ে মূত্রথলি এবং এর বাইরে মুত্র বের হয়ে আসার পথে যে কোনো অংশে যদি জীবাণুর সংক্রমণ হয় তখন তাকে ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশন বলে| এটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রচলিত সমস্যা। আসুন গুরুত্বপূর্ণ বলার কারণ গুলো জেনে নেই;-

গবেষণায় দেখা গেছে কমপক্ষে শতাংশ মেয়ে শিশু এবং এক শতাংশ ছেলে শিশুর ইউরিন ইনফেকশন এর ঝুকি রয়েছে| এদের সবারই কিন্তু লক্ষণ প্রকাশ পায় না। 

যাদের লক্ষণ প্রকাশ পায় তাদের মধ্যে ৫০ শতাংশ বা অর্ধেক রোগী এবং যাদের লক্ষণ প্রকাশ পায় না তাদের ৮০ শতাংশ রোগীর পুনরায় সংক্রমণের সম্ভাবনা রয়েছে। ছোট্ট শিশু যেমন- ১ বছরের কম বয়সীদের জন্যে এটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। কেননা এর ফলে আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ অর্থাৎ কিডনি ভীষণ ভাবে ক্ষতির মুখে পড়ে। যাকে আমরা রিনাল (কিডনি) ড্যামেজ বা রিনাল স্কারিং বলে থাকি। অনেক শিশুদের ক্ষেত্রে দেখা যায় যাদের ইউরিন ইনফেকশন রয়েছে তাদের বিপরীতমুখী মূত্র প্রবাহের কারণে ইতোমধ্যে কিডনির অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। 

যাদের লক্ষণ প্রকাশ পায় না তাদের প্রস্রাবেও কিন্তু ব্যাকটেরিয়ার উপস্থিতি থাকে। কিন্তু লক্ষণ প্রকাশের আগে তাদের মধ্যে ৬% রোগীর জটিল কিডনী সমস্যা  বা রিনাল স্কারিং হয়ে যায়। কিডনি রোগের সর্বশেষে অবস্থাকে আমরা বলি End Stage Renal Disease, যা ইউরিন ইনফেকশন বা রিইনফেকশন এর কারণে হতে পারে। যেহেতু End Stage Renal Disease একটি প্রতিরোধ যোগ্য সমস্যা সুতরাং ইউরিন ইনফেকশন এর লক্ষণ গুলো প্রাথমিক অবস্থায় সনাক্তকরণ অত্যন্ত জরুরি।

উর্বি বছর বয়সে মায়ের সাথে আমাদের কাছে আসে নিচের লক্ষণ গুলো নিয়ে -

কাপুনিদিয়ে জ্বর

প্রস্রাবে জ্বালাপোড়া

প্রস্রাবের রং ঘোলাটে

আমরা রোগের কারণ নির্ধারণের জন্য মাকে কিছু প্রশ্ন করি এবং তার ভিত্তিতে রোগ নির্ণয়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাই। কেননা ইনফেকশন এর কারণ না জেনে সঠিক চিকিৎসা দেয়া সম্ভব নয়।

সব রোগীদের কিন্তু একি রকম বা সব গুলো লক্ষণ থাকে না। বয়স এর ভিত্তিতে উপসর্গ গুলোর তারতম্য থাকে। যেমন-

মাস বা তার চেয়ে কম বয়সের বাচ্চাদের -

জ্বর

ছটফট ভাব

খিচুনী

খাবারে অনীহা

ওজন কমে যাওয়া

ডায়ারিয়া

বমি

একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে ভিন্নতা আছে যেমন-

তলপেটে বা কোমরে ব্যথা

প্রস্রাবে জ্বালাপোড়া

বার বার প্রস্রাব ধরা

প্রস্রাব ধরে রাখতে না পারা

ফোটায় ফোটায় প্রস্রাব ঝড়া

জোড় করে প্রস্রাবের চাপ দেওয়া

প্রস্রাবের রং ঘোলাটে বা লাল হওয়া


আপনার বাচ্চা আপনার আশেপাশে বেড়ে ওঠা শিশুদের মাঝে কারো যদি উপরের উপসর্গ গুলো খেয়াল করেন তবে অবশ্যই একজন শিশু ইউরোলজিস্ট চিকিৎসক এর সরণাপন্ন হতে হবে। কারণ সচেতনতাই পারে অনেক জটিল সমস্যা এর সহজ সমাধান করতে।


Dr. Sharmin Binte Seraz

Tue, 14 Jan 2025
More Blogs
Our Books
Upcomig Mind Trainings